শিক্ষামূলক কার্যক্রম

“ইনাবা নববী পাঠশালা”

(একটি মক্তব ভিত্তিক দ্বীনী শিক্ষা কার্যক্রম)

স্থানঃ ইনাবা অফিস কার্যালয়। কাঠালতলী মোড়, সুন্দরগঞ্জ।

✔️বিষয়সমূহঃ

  •  কুরআন শিক্ষা
  •  শব্দে শব্দে অর্থসহ কুরআন পাঠ ও কুরআনের জ্ঞান
  • গল্পে গল্পে হাদিসের জ্ঞান
  • গল্পের মাধ্যমে জ্ঞান
  • নবী কাহিনী তথা সিরাত পাঠ
  • সাহাবাদের জীবনী
  •  মুসলিম মনীষীদের জীবনী
  • ইসলামি ইতিহাস শিক্ষা
  • আদব-আখলাক বিষয়ক শিক্ষা

———————————————————————————-

সর্বশ্রেষ্ঠ নবী রসুল সা. ছিলেন চারিত্রিক মাধুর্যের সর্বশ্রেষ্ঠ নিদর্শন। নববী আদব-আখলাক, শিষ্টাচার এবং নববী শিক্ষা একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। সাহাবা রা.আনহুম সহ সালাফগণ নববী আদর্শ ধারণ করে দুনিয়া ও পরকালীন কল্যাণলাভে অগ্রবর্তী হয়েছেন। যদি আমরা মৃত্যুর পূর্বেই আমাদের এবং প্রিয় সন্তানদের নববী আদর্শ গড়ে তুলতে পারি তাহলে দুনিয়া এবং পরকালীন সকল কল্যাণের বারিধারা আমাদের সিক্ত করবে এবং নির্মিত হবে ইনসাফভিত্তিক সমাজ। ফলে আমরা পূর্ণতার শিখরে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। এই লক্ষ্যে “ইনাবা নববী পাঠশালা” কুরআন শিক্ষা, দ্বীন ইসলামের মৌলিক জ্ঞান অর্জন এবং ইসলামি ইতিহাস বিষয়ক জ্ঞান অর্জনে মক্তব ভিত্তিক প্রশিক্ষণশালা হিসেবে কাজ করবে। নববী আদর্শে অন্তরে দ্বীন ইসলামের বুনিয়াদ তৈরি করে ঈমানদীপ্ত জীবন গঠন করাই আমাদের কর্মপ্রচেষ্টা। মহান আল্লাহ আমাদের নিয়ত ও কর্মপ্রচেষ্টাকে দুনিয়ার কল্যাণ ও পরকালীন নাজাতের অসিলা করুক। আমিন।

ভর্তির জন্য যোগাযোগ করুন ০১৭৬১৬৬৩২৩০

Scroll to Top